পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির মাওলানা মফিজুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে পার্শ্ববর্তী মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার ছাত্র এবং মুসল্লিদের জন্য তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।