সাতক্ষীরার তালায় উপজেলা যুবদলের উদ্যোগে খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক প্রয়াত শেখ ফারুক হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তালা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
এছাড়া বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও তালা বাজার বণিক সমিতির সভাপতি স ম ইয়াছিন উল্লাহ, বিএনপি নেতা বিশ্বাস ওয়াজেদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী, ইসলামকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনউদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “প্রয়াত ফারুক ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত কর্মী ও আমার অত্যন্ত আস্থাভাজন। তার মৃত্যুতে আমি যেন আপন ভাইকে হারালাম। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাত দান করেন।”
উল্লেখ্য, গত বছর কারামুক্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণ-সংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিলে যোগদানের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফারুক হোসেনের মৃত্যু হয়।