দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response ২০২৫ প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়।
ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নে ২০২৫ এর বন্যায় ক্ষতিগ্রস্থ ৬৪৫ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ কার্যক্রম পরিচালনা শেষে প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা পরশুরাম উপজেলা রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সমন্বয়কারী হাসিনা পারভীনের সভাপতিত্বে লেসন লার্ণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান-মির্জানগর ও চিথলিয়া ইউনিয়ন) মোঃ ইমরান হোসাইন এবং সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার মমতাজ বেগম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, উপকারভোগী, সাংবাদিক এবং উত্তরণের প্রকল্প স্টাফগণ। লেসন লার্ণ কর্মশালায় প্রকল্পের সবলদিক, চ্যালেঞ্জ, লার্ণিং এবং মতামত নিয়ে দলীয় আলোচনা হয় এবং দলীয় আলোচনার মাধ্যমে যা উঠে আসে তাহলো: এই প্রকল্পের মাধ্যমে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ক্রাইটেরিয়া অনুসরণ করে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং তাদের মাঝে শর্তহীন নগদ ৬ হাজার টাকা এবং হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।
যা খুবই স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয়েছে এবং প্রশংসার দাবী রাখে। এ সময় উপকারভোগীরা জানান, এই টাকা দিয়ে তারা অনেকে ছাগল ও হাঁস-মুরগী কিনেছেন, বাঁশ কিনে বাঁশের ঝুড়ি তৈরী করে তা বিক্রি করে সংসার চালাচ্ছেন, ছেলে মেয়েদের লেখা-পড়ার খরচ দিয়েছেন, খাবার কিনেছেন, ঔষধ কিনেছেন ইত্যাদি। তারা টাকা এবং হাইজিন কিটস পেয়ে খুবই খুশি। এছাড়াও উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।
##
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।