মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার সমকাল মাধ্যমিক বিদ্যাপিঠে কিশোর-কিশোরীদের পরিবেশ ভাবনা বিষয়ক কুইজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালার সমকাল মাধ্যমিক বিদ্যাপিঠে আমরা বন্ধু’র উদ্যোগে কিশোর কিশোরীদের পরিবেশ ভাবনা বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে তালার জাতপুরে অবস্থিত সমকাল মাধ্যমিক বিদ্যাপিঠের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়টির ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজের পূর্বে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে বিদ্যালয়ের শিক্ষকগণ পুরষ্কার বিতরণ করেন। বিজয়ীরা হলেন, শেখ নাবিল হাসান,কাজী ঈতিশা, নিসা আক্তার, সানিউল্লাহ রিফাত, মরিয়ম খাতুন, সামিয়া ইয়াসমিন মিস রুকাইয়া খাতুন, পার্থ, সুভাষ চড়ে,সৌরভ দাস।

কুইজ বিজয়ী শিক্ষার্থী পার্থ বলেন আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। জলবায়ু ও পরিবেশ সম্পর্কে ভালো ধারণা পেয়েছি।

অনুষ্ঠানে আমরা বন্ধু ইউথ ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত টিম লিডার মীর জাফিরুল ইসলাম, সদস্য অর্ক মজুমদার, কাজী মাহি, পূজা হালদার, মাধুরী প্রেমা, সূচনা মৌ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।