সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ছাগল, হাঁস-মুরগীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

কামাল হোসেন :
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় বেসরকারী সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে ল্যান্ডস্কেপের কমিউনিটি পর্যায়ে ছাগল, হাঁস-মুরগী ও সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের জে,এন,এ দাখিল মাদ্রাসা মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বায়জিত হোসেন, অত্র মাদ্রাসার সভাপতি মাওঃ আব্দুর রহিম, সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান, মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হালিম, সহ-সুপার মাওঃ কবিরুল ইসলাম, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, আব্দুস সবুর শেখ, হজরত পাড়, ইসহাক আলী জোয়ার্দ্দার, আলতাপ হোসেন, রাজ্জাক পাড়, শিক্ষক গোলক মন্ডল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এমদাদ হোসেন, উত্তরণের তানিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, ফাওজুল কবীর, মোঃ আল আমিন, তাজুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ।

এ সময় ২৮ জনকে ৫৬ টি ছাগল, ৬জনকে ২০টি করে পাতি হাঁস, ৩জনকে ৩০টি করে দেশি মুরগী, ৩টি সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য ৫জনকে নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।