সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় শিক্ষাবিষয়ক অনুষ্ঠান “আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ – মিট দ্যা স্টুডেন্টস” অনুষ্ঠিত

এস. এম. মোতাহিরুল হক শাহিন
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ – মিট দ্যা স্টুডেন্টস শীর্ষক একটি অনন্য শিক্ষাবিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে তালা উপজেলা প্রশাসন এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার সমকাল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত মানুষ মাত্রই স্ব-শিক্ষিত। কোচিংকে না বলি, ক্লাসে ফিরে আসি। শিক্ষা শুধু জীবিকা নয়, এটি জীবনের আলোকবর্তিকা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি। জেলা প্রশাসক তার শৈশব জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দেন সততা, অধ্যবসায় ও দায়িত্ববোধের মাধ্যমে সাফল্য অর্জনের জন্য।

উপজেলা নির্বাহী অফিসার সভাপতির বক্তব্যে বলেন, “ভালো শিক্ষা ও চরিত্র গঠন ছাড়া সাফল্য টেকসই হয় না। শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও দায়িত্ববোধ জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জামায়াত ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমদাদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, উত্তরন পরিচালক শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, এবং তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা তাদের মতামত ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।