সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি।।
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ দ্রুত প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। সোমবার সকালে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন। একই দিনে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকটও স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত টানা ছয় বছর পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম চালু ছিল। এ সময়ে জমির মালিকরা কৃষি ফসল উৎপাদনের সুযোগ হারান। তবে সরকার প্রতিশ্রুত ক্ষতিপূরণের মধ্যে মাত্র দুই বছরের অর্থ দেওয়া হয়েছে। এখনও প্রায় ৪৮ কোটি টাকা বকেয়া রয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, টিআরএম কার্যক্রমে কপোতাক্ষ অববাহিকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হলেও পাখিমারা বিলের অধিবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ক্ষতিপূরণ না পেয়ে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, এমনকি অনেক পরিবার অভাব-অনটনে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

স্মারকলিপিতে বলা হয়, বকেয়া ক্ষতিপূরণ না দেওয়ায় টিআরএম কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং কপোতাক্ষ নদ আবারও পলি জমে ভরাট হচ্ছে। এতে এলাকাবাসীর জলাবদ্ধতার শঙ্কা বাড়ছে। তাই দ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রদান এবং নদীর নাব্যতা রক্ষায় টিআরএম পুনরায় চালুর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।