কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনে পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম যুগান্তকারী ভূমিকা রেখেছে। লক্ষ লক্ষ মানুষ উপকৃত হলেও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এখনো পূর্ণ ক্ষতিপূরণ পাননি। প্রতিশ্রুত ছয় বছরের বদলে মাত্র দুই বছরের টাকা প্রদান করা হয়েছে, বাকি প্রায় ৪৮ কোটি টাকা এখনো বকেয়া।
কৃষকরা বৃহত্তর স্বার্থে জমি দিয়েছেন, কিন্তু দীর্ঘদিন ক্ষতিপূরণ না পেয়ে তারা দারিদ্র্য ও ঋণের বোঝায় জর্জরিত। প্রশাসন ও মন্ত্রণালয়ের দায় একে অপরের ওপর চাপানোর ফলে সমাধান হচ্ছে না। এতে ভবিষ্যতে নতুন টিআরএম কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
ক্ষতিপূরণ প্রদান দয়া নয়, কৃষকদের ন্যায্য অধিকার। তাই দ্রুত বকেয়া অর্থ পরিশোধ করে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় শুধু কৃষকরাই নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়বে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।