সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

তালায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কপোতাক্ষ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে হ্যান্ডবলে কবি নজরুল বিদ্যাপীঠ এবং বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অত্র প্রতিযোগিতার উপজেলা সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাই স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সেলিম, পরিমল কুমার রায়, শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা, লিটন সরদার, মোঃ আব্দুল গফুর পাড়, লক্ষীকান্ত প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদ হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।