সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় হাব এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সেকেন্দার আবু জাফর বাবু :
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় ভূমিজ ফাউন্ডেশন এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় হাব এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ভূমিজ ফাউন্ডেশন এর কার্যালয়ে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, হাব এর সভাপতি আনিচুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোমা সরকার, আইডিয়াল এর পরিচালক নজরুল ইসলাম, স্বদেশ এর পরিচালক মাধব চন্দ্র দাস, তালা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার ও সেকেন্দার আবু জাফর বাবু, অন্ত্যজ পরিষদের ইমদাদুল হক ও স্বরসতী দাস, নারী উন্নয়ন সংস্থার লক্ষী সরকার ও নারগিস বেগম, আমরা বন্ধু ফাউন্ডেশন অর্ঘ্য ও প্রান্তসহ মোট ৩০ জন প্রতিনিধি।
সভায় হাব এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ অ্যাডভোকেসি পরিকল্পনা এবং হাব এর প্রকাশনা নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাব এর সভাপতি আনিচুর রহমান ও ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশন এর সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।