তালায় খলিলনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
আগামী ফেব্রুয়ারি মাসে ভোট অনুষ্ঠিত হবে। যদি কেউ সেই ভোট বানচাল করার চেষ্টা করে, তবে এই বাংলার মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, আমি যখন এই এলাকার এমপি ছিলাম, তখন অনেক উন্নয়নমূলক কাজ করেছি। কিন্তু আমার পর থেকে আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। নেতাকর্মীদের এক হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার খলিলনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খলিলনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তোফা,সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু,উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান ও বিএনপি নেতা নুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে গাজী আছির উদ্দিনকে সভাপতি, মালি মোসলেম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মাস্টার শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক, গাজী আব্দুর হান্নানকে যুগ্ম সম্পাদক এবং জি এম শহিদুল্লাহ গাজীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। শেষে নতুন কমিটি ঘোষণা করা হলে নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
