সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান-২০ বোতল ভারতীয় মদসহ ৭ লাখ টাকার মালামাল জব্দ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :
অক্টোবর ১, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসময় ২০ বোতল ভারতীয় মদও আটক করা হয়।

বুধবার (১ অক্টোবর ২০২৫) বৈকারী, তলুইগাছা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার শিশুতলা এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। একইদিন চান্দুরিয়া বিওপি দল গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি দল চারাবাড়ি থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি, মাদরা বিওপি দল আনারস বাগান থেকে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপি দল ভাদিয়ালী ও মজুমদার এলাকা থেকে ২ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। বৈকারী বিওপি দল নতুনপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করে। এছাড়াও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল ভাদিয়ালী মাঠ থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

সব মিলিয়ে মোট ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে বলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল পাচার করছিল। এতে দেশের রাজস্ব আয় ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হয়।

আটক মালামাল শিগগিরই সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করার পর জনসম্মুখে ধ্বংস করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।