সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ১২ ফুট লম্বা বেগুন গাছ, দেখতে মানুষের ভিড়

নিউজ ডেস্ক।।
অক্টোবর ৬, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে একটি বেগুন গাছ বেড়ে উঠেছে প্রায় ১২ ফুট লম্বা,শুধু তাই নয়, গাছে ঝুলছে ২০ থেকে ২৫টি টসটসে বেগুন।

অস্বাভাবিক লম্বা এই বেগুন গাছের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কৌতূহলী মানুষ প্রতিদিন দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছে গাছটি দেখতে ও ছবি তুলতে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঝিয়াড়া গ্রামের মুদি দোকানদার জয়নুদ্দীন সরদার প্রায় ১৪ মাস আগে তার দোকানের সামনে বেগুন গাছটি লাগিয়েছিলেন। স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের এই বেগুন গাছটি দিন দিন বেড়ে এখন ১২ ফুট উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে গাছে ঝুলছে ২০–২৫টি বেগুন। গাছের উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা লগি।

জয়নুদ্দীন সরদার বলেন, প্রায় ১৪ মাস আগে গাছটি লাগিয়েছিলাম। ভাবিনি যে এত লম্বা হবে। এখন পর্যন্ত প্রায় ৪–৫ কেজি বেগুন তুলেছি। খেতেও দারুণ সুস্বাদু।

স্থানীয় বাসিন্দা শিমুল গাজী বলেন, এত লম্বা বেগুন গাছ আমি জীবনে দেখিনি। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসে। এটা এখন আমাদের গ্রামের আকর্ষণ হয়ে উঠেছে।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি স্থানীয় ‘শয়লা’ জাতের একটি বেগুন গাছ। সঠিক পরিচর্যার কারণে এটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।

অস্বাভাবিকভাবে লম্বা এই বেগুন গাছ এখন মাঝিয়াড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।