সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পিআর বা সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রচারপত্র বিতরণ

এস এম মোতাহিরুল হক শাহিন
অক্টোবর ৯, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় পিআর বা সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা উপজেলা শাখার উদ্যোগে এই প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা উপদেষ্টা মাওলানা আসাদুল হক এর নেতৃত্বে প্রচারণা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রচারপত্র বিলি কার্যক্রম তালা বাজারের কাছেমুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে উপজেলা চত্বর এলাকায় এসে শেষ হয়।

নেতৃবৃন্দ বলেন, সকল ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে পি আর পদ্ধতি প্রয়োজন। ভোট যার, ক্ষমতাও তার এই ন্যায্যতা প্রতিষ্ঠায় সংখ্যা আনুপাতিক ভোট পদ্ধতি বাস্তবায়ন জরুরি। একতরফা নয়, আমরা চাই সমতা ও সবার ভোটের অধিকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।