সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জামায়াতের ছাত্র-যুব সমাবেশ সোমবার  প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার

কামাল হোসেন :
অক্টোবর ১৯, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় তালা ফুটবল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
সভায় সভাপতিত্ব করবেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহ।
এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী জানান, ছাত্র-যুব সমাজকে আদর্শিক, নৈতিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, সমাবেশকে সফল করতে মঞ্চ, মাইক, উপজেলা গেটসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।