সাতক্ষীরার তালায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা বিষয়ক মাল্টি এক্টর প্ল্যাটফর্ম (ম্যাপ) কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড ও কেয়ার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ম্যাপের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ম্যাপ আহ্বায়ক মাধব চন্দ্র দত্ত।
সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী ও তরুণ প্রতিনিধি, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।
অ্যাওসেড-এর অ্যাডভোকেসি অ্যান্ড লার্নিং অফিসার বাহলুল আলম জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, অর্থায়ন ও বীমা কাঠামো এবং বাংলাদেশের সাম্প্রতিক তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অ্যাওসেড-এর হেড অব প্রোগ্রাম অ্যান্ড অপারেশন শংকর রঞ্জন সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন রূপালি এনজিওর পরিচালক শফিকুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুনন্দা ভদ্র, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এবং উপজেলা ম্যাপের সেক্রেটারি জুলফিকার রায়হান প্রমুখ।
