সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাদ্রাসা শিক্ষকের কোপে ছাত্রের মা গুরুতর আহত, এক শিক্ষক গ্রেফতার

Salim Hayder
অক্টোবর ২৭, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের কোপে এক ছাত্রের মা গুরুতর আহত হয়েছেন। আহত নারী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার আড়ংপাড়া আকিজ কওমিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মামলার বাদী মোঃ আব্দুল হাকিম শেখ জানান, তার ছেলে ওবাইদুল্লাহ (৫) মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র। পড়া না পারায় শিক্ষক হুজাইফা শিশুটিকে মারধর করেন এবং বিষয়টি জানাতে শিশুর পরিবারের মেহেরুন নেছা ও লিমা খাতুনকে মাদ্রাসায় আসতে বলেন।

মেহেরুন নেছা ও লিমা খাতুন যখন ঘটনাস্থলে যান, তখন শিক্ষক হুজাইফা ও সহকারী কামাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে মেহেরুন নেছার মাথায় কোপ মারে। এতে তার মাথা গুরুতরভাবে রক্তাক্ত হয়। পরে বাম হাতের মধ্যমা আঙুল কেটে যায় এবং বৃদ্ধা আঙুলেও গভীর ক্ষত সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করতে এগিয়ে আসা মেহেরজান বেগমকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর পিতা মামলা দায়ের করেছেন। শিক্ষক হুজাইফা আটক হয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।