সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে – অধ্যক্ষ মুঃ ইজ্জত উল্লাহ

এস এম মোতাহিরুল হক শাহিন
অক্টোবর ২৭, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন” আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে”।
২৭ অক্টোবর (সোমবার) দুপুরে তিনি তালা উপজেলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসার খোজখবর নেন। এ সময় তিনি ২য় ও ৩য় তলায় অবস্থিত বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে থাকা রোগীদের সাথে সাক্ষাৎ করেন। তিনি কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিদের সাথে সাক্ষাৎ করে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, মানুষের বিভিন্ন মৌলিক চাহিদার ভিতরে চিকিৎসা চাহিদা একটি। এই চিকিৎসা ক্ষেত্রে কাহারো কোন সমস্যা না পড়তে হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ সময় তিনি হাসপাতালের অবকাঠামো গত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু,সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের অফিস সেক্রেটারি মোঃ নাহিদ, তালা ইউনিয়ন জামায়েত ইসলামির আমির মোঃ মজিবুর রহমান, তালা প্রেসক্লাবের সদস্য মোঃ তরিকুল ইসলাম, তালা সরকারি কলেজের ইসলামী ছাত্রশিবির সভাপতি এস এম মুরাদুল হক, সাংবাদিক মহিবুল্লাহ মহিব,সাংবাদিক সরদার আব্দুল্লাহ,সাংবাদিক মিলন গোলদার। সাংবাদিক আলমগীর হোসেন। ডাঃ হামিদুল ইসলাম। মোঃ জাকারিয়া, মোস্তফা কামাল, মনিরুজ্জামান মনি, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।