শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক সম্মেলনে সহ-সভাপতি পদে প্রার্থী সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি এ্যাড. কামরুজ্জামান ভুট্টো

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :
অক্টোবর ৩১, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

১০ নভেম্বর অনুষ্ঠিত হবে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন


আগামী ১০ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে জেলা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এবারের সম্মেলনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি ও সমাজসেবক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো। তিনি দীর্ঘদিন ধরে মানবসেবামূলক, সামাজিক ও আইনজীবী সমাজের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নিজের দায়িত্বশীলতা, সততা ও সংগঠনের প্রতি আন্তরিকতার কারণে ইতোমধ্যেই সদস্যদের মাঝে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়েছেন।

এ্যাড. কামরুজ্জামান ভুট্টো বলেন,

রেড ক্রিসেন্ট হচ্ছে মানবতার জন্য কাজ করার এক মহৎ ক্ষেত্র। আমি চাই এই সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করুক। দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসেবা ও যুবদের মানবিক প্রশিক্ষণের মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই। এজন্য সম্মেলনে সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
তিনি আরও বলেন,আমার লক্ষ্য রেড ক্রিসেন্টকে এমন এক মানবিক প্ল্যাটফর্মে পরিণত করা যেখানে প্রতিটি স্বেচ্ছাসেবক গর্ব করে বলতে পারে, আমি মানুষের জন্য কাজ করছি।

সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা ইতোমধ্যে তার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, তার মতো যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।

আগামী ১০ নভেম্বরের এই সম্মেলনকে ঘিরে রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।