সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে এমপি পদে প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব-এর পক্ষে তালা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে খানপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৫ ডিসেম্বর) ভোর থেকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে সমর্থন চাওয়া হয় এবং বিএনপি’র প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
গণসংযোগ শেষে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন এবারের নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
