বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তালায় দোয়া ও মোনাজাত

কামাল হোসেন :
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাতক্ষীরার তালা উপজেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়।
এদিকে বিকেলে তালা সদর ইউনিয়নের শাহাপুর ঈদগাহ মাঠে মহিলাদের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর আলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ আলী, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, “অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনার আলোকে এবং উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।