বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক :
ডিসেম্বর ৭, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পরিকল্পনার প্রয়োজন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যেকোনো মূল্যে দুটি বিষয়ের লাগাম টেনে ধরতে হবে। এক হলো দুর্নীতি এবং আরেকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আইনশৃঙ্খলা, শিক্ষা, কৃষি সকল স্তরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেবো।

তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনাকে সফল করতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশ অনেক কঠিন সময় পার করছে। ষড়যন্ত্র রুখে দিতে পারলেও সামনে কঠিন সময় অপেক্ষা করছে। ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় গণতন্ত্র।

তারেক রহমান আরও বলেন, বিশ্বাস করি, যত পরিকল্পনা নিয়েছি সেটি বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা। আর সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। যদি দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি প্রতিটি পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, স্বৈরাচার দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছিল। জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো। আগামী দুই মাস পর বিএনপি একটি নির্বাচনের প্রত্যাশা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এগুলো রুখে দিতে প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।