বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
ডিসেম্বর ৮, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।

সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সহযোগীয় ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ।

উক্ত লবি সভায় জালালপুর ও মাগুরা ইউনিয়নের ১৫ জন নারীদলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ ৩০ জন অংশগ্রহণ করেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে ১৫৪ টি সামাজিক কার্যক্রমের সংশ্লিষ্ট দফতর থেকে ৫৪ টি সেবা কার্ক্রম সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করছে। বিশেষ করে দারিদ্র বিমোচন, পল্লী মাতৃকেন্দ্র, প্রতিবন্ধি পুর্নবাসন ক্ষুদ্রঋণ, সমাজিক নিরাপত্তা(বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধি, দলিত হরিজন, হিজড়া ভাতা) এতিমখানার জন্য ভাতা, ৬টি জটিল রোগের জন্য চিকিৎসা সহায়তা ও হাসপাতালে ভর্তি অসহয় রোগীর জন্য আর্থিক সহায়তা উত্যাদি।

এ সময় তিনি বিভিন্ন ধরনের ভাতা, আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী, সহজ শর্তে ক্ষুদ্র সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন।
##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।