সাতক্ষীরার তালা উপজেলায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের মোকসুদপুর গ্রামের সাধন দাশের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ মোট প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধন দাশ।
অভিযোগে জানা যায়, রাতে খাবার খেতে বসলে মেয়ের বিরক্তিতে তারা কেউই ঠিকমতো খেতে পারেননি। কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যান তারা। পরে অচেতন অবস্থাতেই চোরেরা গেটের তালা কেটে বাড়িতে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় স্ত্রী–কন্যার গায়ে থাকা সোনার গহনা, আলমারিতে রাখা স্বর্ণালংকার, নগদ টাকা এবং বারান্দায় থাকা মোটরসাইকেল নিয়ে যায়।
রাত ২টার দিকে সাধন দাশের ঘুম ভাঙলে তিনি অসার অবস্থায় বারান্দায় মোটরসাইকেল নেই এবং গেটের তালা মাটিতে পড়ে আছে দেখতে পান। তার ডাক শুনে প্রতিবেশীরা ছুটে এলে দেখা যায় তার স্ত্রী, কন্যা এবং শ্বশুর তখনও অচেতন। ঘরের আলমারি খুলে দেখা যায়, স্বর্ণালংকার এবং নগদ টাকা সবই উধাও। পরে এলাকাবাসী জানায় মোটরসাইকেলটি রাস্তার ধারে পাওয়া গেছে।
সাধন দাশ বলেন, ৭ ভরি স্বর্ণসহ নগদ টাকা মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুল কবির বলেন, ঘটনাটি শুনেছি, তবে লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
