সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি।।
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তালা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মা ও শিশু সহায়তা সেবার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ। সভায় সংশ্লিষ্ট সেবার মানের উপর সুবিধাভোগী এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পৃথকভাবে সম্পন্ন কমিউনিটি ষ্কোর কার্ড উপাস্থাপন করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্যগণ, বিভিন্ন নারীদলের প্রতিনিধি, কৃষি ও পরিবার কল্যান কেন্দ্রের প্রতিনিধিসহ মোট ৩০ জন পার্টিসিপেন্ট মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সভায় সেবা প্রদানের ক্ষেত্রে দূর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়। ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহনের অঙ্গিকার ব্যক্ত করেন।
মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সহযোগীতায় ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।