সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার গর্ব: দুই কলেজ থেকে ৪ শিক্ষার্থীর মেডিকেলে চান্স

এস এম মোতাহিরুল হক শাহিন
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মেডিকেল কলেজে ভর্তির সাফল্যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। উপজেলার দুটি কলেজ থেকে চারজন অদম্য মেধাবী শিক্ষার্থী দেশের স্বনামধন্য মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের মেধাবী ছাত্র অরিত্র সরকার ঢাকা মেডিকেল কলেজে এবং একই কলেজের মেধাবী ছাত্রী কানিজ ফাতিমা মুন্নি বিনতে আশরাফ খুলনা মেডিকেল কলেজে চান্স লাভ করেছে।

অপরদিকে, তালা সরকারি কলেজের মেধাবী ছাত্রী গালিবাহ আয়শা গালিব কুষ্টিয়া মেডিকেল কলেজে এবং একই কলেজের আরেক মেধাবী ছাত্রী সুমাইয়া সুলতানা পিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) সারাদেশে একযোগে অনুষ্ঠিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলে তারা এ কৃতিত্ব অর্জন করে।

এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ পুরো তালা উপজেলায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।