সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত চার শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. মইনুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দারসহ অন্যান্যরা।
এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতাপ্রিয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি এবং শতাধিক মানুষ মাগুরার ক্ষত্রিয়পাড়ার বাঁশবাগানে চিরনিদ্রায় শায়িত শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ২৮ নভেম্বর পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডা. আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে।
