তালায় দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমাবর (১৫ ডিসেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এ আদেশ জারি করেন। ওই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এ সময় ঐ কিশোরীকে তার মায়ের জিম্মায় দেওয়া হয় এবং তিনি প্রশাসনের কাছে মুচেলকা প্রদান করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার বলেন, সোমবার তালা উপজেলার ইসলাকাটী ইউনিয়নের ঢ্যামশাখোলা গ্রামের এক স্কুলছাত্রীর (১৬) বিবাহের জন্য উদ্যোগ নেয়া হচ্ছিল। সে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। উক্ত বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে ঐ কিশোরী ও তার অভিভাবককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়।
এক পর্যায়ে তারা বিয়ের উদ্যোগের কথা স্বীকার করেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেন। ঐ কিশোরীর মা প্রশাসনের কাছে মুচেলকা প্রদান করেন। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলাসহ স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
