মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্যদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর্জা সাকিব প্রমুখ।

এদিন দিনব্যাপী উপজেলা চত্বরে বিজয় মেলা, বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।