বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
ডিসেম্বর ১৮, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের প্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন সমাজকর্মী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি মেম্বার, ব্যবসায়ী, সমাজকর্মীবৃন্দ।

তাছাড়া বিভিন্ন নারী দলের প্রতিনিধিসহ মোট ৩০ লবি সভায় অংশগ্রহণ করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।

সহযোগিতায় ছিলেন জালালপুর ও মাগুরা ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ এবং তানজিলা খাতুন। উক্ত সভায় বিভিন্ন দফতর প্রতিনিধিগন তাদের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতি নারী দলের সদস্যদের সেবা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেন। কৃষি, স্বাস্থ্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবার বিষয়ে পরামর্শের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।