শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ

নিজস্ব প্রতিনিধি :
ডিসেম্বর ২০, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ  ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর ৭১সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ঢাকায় শিশুকল্যাণ পরিষদে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ গ্রহণ করান প্রধান অতিথি সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

শপথগ্রহণ করেন রংপুরের পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউপি চেয়ারম্যান ও বিইউপিএফ সভাপতি মো. নাজির হোসেন, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি মো. এম গফুর উদ্দিন চৌধুরী,  ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়া।

আরও শপথ নেন নির্বাচিত সদস্যরা। তারা হলেন সহ সভাপতি মো. আব্দুল মান্নান, মো. ফরহাদ হোসেন, এ.বি.এম. ফারুক হাসান, মো. ফিরোজ খান নুন, মো. তোজাম্মেল হক, মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারষ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্বাস আলী সরকার, আ স ম মনোয়ারুজ্জামান, মো. জিয়াউর রহমান।

সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরার তালা উপজেলা জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু. মো. কারুজ্জামান সাহেব ফকির, মো. আতিকুর রহমান আতিক, মো. আলোমগীর, মোছা. শায়লা শারমিন মিম্মু, মহিলাবিষয়ক সম্পাদক ফিরোজা বেগমও শপথ নেন।

অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন সহ-সভাপতি খন্দোকার সাইফুর রহমান (সাইন)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।