সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্য ও প্রাথমিক শিক্ষা নিয়ে আমার ভাবনা – শরিফুল ইসলাম

Salim Hayder
আগস্ট ২৮, ২০২৪ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

”ঐ নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ভাবে নতুনকে কেতন ওড়ানোর আহŸান জানিয়েছেন। সুকান্ত ভট্টাচার্য তারুণ্য কবিতায় লিখেছেন তারুণ্যের প্রত্যেক আঘাতে কম্পমান উর্বর-উচ্ছেদ অশরীরী আমি আজ তারুণ্যের তরঙ্গের তলে সমাহিত উত্তপ্ত শয্যায় ক্রমাগত শতাব্দীর বন্ধী আমি অন্ধকারে যেন খুঁজে ফিরি অদৃশ্য সূর্যের দীপ্তি উচ্ছিষ্ট অন্তরে। আমাদের দেশের তরুণরা এখন উদ্যোক্তা থেকে উদ্যম, সাহস থেকে সংগ্রাম, উল্লাস থেকে উদ্ভাব, রাজপথ থেকে রাজনীতি, সব কিছুতে এখন তরুণরা মুখ্য। শুধু মুখ্যই নয় নেতৃত্ব এখন তরুণদের হাতে। চারিদিকে এখন তরুণদের জয়গান। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার বিষয় আমাদের তরুণরা। উন্নয়নশীল দেশে সমস্য এবং সংকট ভরিভরি। আমাদের তরুণরা সমাজ, পরিবেশ, শিক্ষা, প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদিতে অনেক ভ‚মিকা রাখছে। প্রতিবেশী দেশের উজানের ঢলে আমাদের দেশে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে সেখানে আমাদের তরুণরা যে ভ‚মিকা রাখছে তা থেকে তরুণদের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে দেশ প্রেম, নৈতিকতা, মানবিকতা ইত্যাদি। আমরা গর্বিত এই তরুণদের নিয়ে।
উন্নয়নের জন্য শিক্ষা বিষয়টি আজ বিশ্বজনীন। উন্নয়নের প্রধান অনুসঙ্গ হচ্ছে শিক্ষা। শিক্ষা হল উজ্জ্বল ভবিষ্যত এর চাবিকাঠি, যা আমাদের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করে। আর সকল স্তরের ভিত হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের অবজ্ঞা করার সুযোগ নেই। প্রাথমিক শিক্ষা সম্পর্কে ((Mingat) ) বলেন, যদি কোন দেশের প্রাথমিক শিক্ষার সুযোগ আরেকটি দেশের চেয়ে ৯০ % বেশী থাকে তাহলে ৩০ বছর পর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭৫% বেশি হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ও ইন্দোনেশিয়া দ্রæত প্রবৃদ্ধি অর্জনের পিছনে রয়েছে শক্তিশালী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। বিশ্বব্যাংক ৮ টি দেশকে HAPE (high performing Asian Ecomonics) বলে আখ্যায়িত করেছেন। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন বিদ্যালয় গুলোকে দৃষ্টিনন্দন অবকাঠামো, শিক্ষার্থী বান্ধব পরিবেশের পাশাপাশি শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির আবেদন জানাচ্ছি। সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড, প্রধান শিক্ষকদের প্রশাসনিক পদ হিসাবে ৯ম গ্রেড। সকল ক্ষেত্রে প্রমোশনের ব্যবস্থা করা। সকল কর্মকর্তা কর্মচারীর সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার আবেদন জানাচ্ছি। এগিয়ে যাচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা । আমরা ইউরোপ আমেরিকার মতো প্রাথমিক শিক্ষার উন্নতি না করলেও ইনশাআল্লাহ আগামী ১০ বছরের মধ্যে HAPE ভুক্ত দেশের কাতারে অন্তর্ভুক্ত হয়ে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবো। আমাদের তরুণরাই আগামী দিনে বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ে তুলবে।
ধন্যবাদান্তে
(মোঃ শরিফুল ইসলাম)
প্রধান শিক্ষক
৫৪ নং কৃষ্ণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
তালা, সাতক্ষীরা।
মাষ্টার ট্রেইনার গণিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।