মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশ হতো ভারতের করদ রাজ্যে- ডাঃ মজিদ 

খুলনা অফিস:-
নভেম্বর ৮, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

১৯৭৫ সালের ৭ নভেম্বর পথ হারনো বাংলাদেশকে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশ পরিনত হতো ভারতের করদ রাজ্যে। ৭ নভেম্বর শুধু সিপাহী বিপ্লব নয়,জনতার হাত ধরে বাংলার মানুষ অর্জন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ। অথচ এই দিনটাকে মুছে ফেলার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্য নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তারা জানে না কাগজে কলমে এই দিন নিষিদ্ধ করা হলেও মানুষের মনে খোদাই করে লেখা কখনো মুছা যাবে না। ৭ নভেম্বর উপলক্ষে পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।
সিপাহি-জনতার বিপ্লব বৃহস্পতিবার (৭ নভেম্বর) পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে পাইকগাছা বাজার পোস্ট অফিস মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পাইকগাছা পৌর আহবায়ক সেলিম রেজা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সভাপতি পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদ (এমবিবিএস)। বিশেষ অতিথি হিসেবে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,এড, জি এম আব্দুস সাত্তার সাবেক মোড়ল শাহাদাত হোসেন ডাবলু,মোস্তফা মোড়ল,আবুল হোসেন,এড, সাইফুদ্দিন সুমন।
অন্যানোর মধ্যে অধ্যাপক শহিদুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, আনারুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, গাজী আমিনুর রহমান বাহার,আসাদুজ্জামান খোকন, প্রভাষক আবু সালেহ ইকবাল, নাজির আহমেদ, তোফাজ্জল হোসেন, সন্তোষ সরকার, আবু মুসা, বাবর আলী গোলদার, আসাদুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু,মোস্তাকিম গাজী,মীর শাবান আলী,শেখ বাদশা মিয়া,মেসের আলি সানা, সরদার ফারুক, মাস্টার মুজিবুর রহমান, সাইদ আলী বাবলা, প্রনব কান্তি মন্ডল, আবুল কাশেম, রাবিদ মাহমুদ চঞ্চল, টি এম শিমুল, মারুফুল হক প্রিন্স, যুবদলের হুরায়রা বাদশা,মোহর আলী সরদার , আজারুল গাজী, আকিজ বিশ্বাস,জামিলুর রহমান রানা, প্রভাষক মনিরুজ্জামান মনি,সরজিত ঘোষ দেবেন,নাজমুল হুদা মিন্টু,রায়হান পারভেজ টিপু,শামসুজ্জামান, আরিফুল ইসলাম, হাফেজ আবু মুসা,মাওলানা আবুল কালাম,গোলাম রব্বানী,  আজাদ, আসাদুজ্জামান মামুন,ওবাইদুল্লাহ সরদার,মো: দিদারুল ইসলাম,  মনিরুল ইসলাম,আবু সুফিয়ান, সামাদ হাসান,শহিদুর রহমান শহীদ,রাসেল হুসাইন, জাহাঙ্গীর হোসেন, কুদ্দুস গোলদার,আবু হানিফ মিলন নজরুল ইসলাম, রাজেশ রাজা,মনিরুজ্জামান সুজন, জাহিদ হাসান, মারুফ হোসেন, মাসুম হাজরা,ইদ্রিস খা,জুলফিকার জুলু,রবিউল মোড়ল,আহসান, হান্নান গাজী,বাহারুল ইসলাম,ফরহাদ হোসেন, শাহরিয়ার, আফতাব হোসেন, মাহবুব,দারা,শেখ নাজিম আহমেদ,  আরিফ,মামুন গাজী,ওসমান,বাপ্পী মোল্লা, তেয়ুবুর,মেম্বার জবেদ আলী, মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, চায়েব আলী,খোকা সরদার, জাফর মল্লিক,আরিফ হোসেন, আসাদুল ইসলাম, মাহফুজুর রহমান,  মিজানুর রহমান,মাসুদুর রহমান রানা, রাশেদ বিশ্বাস,আমিনুল ইসলাম, খান মাসুম, শফি গাজী,নুর আলী গোলদার,শাহীন মোড়ল,লুতফুর গাজী, রফিকুল ইসলাম, সিরাজ গাজী, আমাদুল ইসলাম, রাশেদুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।