সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী

Salim Hayder
আগস্ট ৩১, ২০২৪ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে আলতাপোল আজাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে বন্যার্ত মানুষের সাহায্যার্থে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
আলতাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় হরি বেকহ্যামের তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব ২-০ গোলের ব্যবধানে যশোর জেলা ফুটবল একাদশকে পরাজিত করে।
বিজয়ী দলের মোঃ সাব্বির হোসেন একাই ২ টি গোল করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ফেরদৌস এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মোঃ শওকত হোসেন ও মোঃ আব্দুর রাজ্জাক। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন। এ সময় বানভাসীদের জন্য দুই লক্ষাধিক টাকা সহায়তা করে এলাকাবাসী। এদিকে আজাদ স্পোর্টিং ক্লাবের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।