বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা

খবর প্রতিবেদক :
নভেম্বর ২১, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুরে তালায় দক্ষিণ নলতা বাদামতলা ঈদগাহ মাঠে সাতক্ষীরা জেলা জাকের পার্টির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জাকের পার্টির সভাপতি শেখ মর্তুজা আল- মামুন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির মহাসচিব মো: শামীম হায়দার। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মো: হুমায়ুন কবির, বাস্তহারা ফ্রান্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ হাওলাদার, শ্রমিক ফ্রান্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, কৃষক ফ্রান্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন ফকির, সড়ক পরিবহন শ্রমিক ফ্রান্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান, তালাবা ফ্রান্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাওছার আহম্মেদ জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহুয়া সুলতানা লাভলী, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, তালা সদর ইউনিয়ন সভাপতি আজমল হোসেন, সহ স্থানীয় জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জাকের পার্টির মহাসচিব মো: শামীম হায়দার দেশের এই ক্লান্তি লগ্মে সকলকে জাকের পার্টির পতাকা তলে আসার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।