পাটকেলঘাটর ধানদিয়ায় তারেক রহমান ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
২২ নভেম্বর শুক্রবার পাটকেলঘাটা থানার ধানদিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিএনপি পরিবারের পক্ষ থেকে এ ৮ দলীয় তারেক রহমান ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি হিন্দু, মুসলিম, বোদ্ধ খ্রিষ্টান সবাই কে একসাথে মিলেমিশে কাজ করার জন্য আহবান করেন এবং নবীনদেরকে খেলাধুলার মধ্যমে নিজেদের সুস্থতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে এভাবে খেলাধুলার ধারা অব্যাহত রাখার কথা ব্যাক্ত করেন।
ক্রিকেট টুনামেন্ট খেলায় উপস্থিত ছিলেন সাবেক সহ-সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের গাজী মামুনুর রশিদ,সাবেক প্রশিক্ষণ সম্পাদক খুলনা মহানগর ছাত্রদলের আমিনুর রহমান ,শেখ মাসুদ হাসান, জি এম সুমন হোসেন ,আব্দুর রশিদ,মোঃ লাবলু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দর্শক সারিতে কয়েক হাজার দর্শক এ খেলাটি উপভোগ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।