বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সদর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল সম্পাদক মো. আব্দুল্ল্যা

নিজস্ব প্রতিনিধি।।
নভেম্বর ২২, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি পদে মো. মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্ল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সমিতির নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. আমানুল্ল্যাহ, নির্বাচন কমিশনার মো. আবু তালেব ও গাজী মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মো. আবুল কাশেম, মো. লিয়াকত আলী, মো. এমাদুল ইসলাম, মো. আব্দুল খালেক ও মো. হাবিবুর রহমান। এছাড়া মো. তৈবুর রহমান ও শফিকুর রহমান যুগ্ম-সম্পাদক, মোহাম্মদ জহরুল ইসলাম কোষাধ্যক্ষ ও এএসএম আব্দুল করিম সাংগঠনিক সম্পাদক, মো. গোলাম কিবরিয়া ও মো. শাহিনুর ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক, মুজিবুর রহমান প্রচার সম্পাদক, মো. আব্দুল লতিফ দপ্তর সম্পাদক, মো. জাহিদ হাসান ক্রীড়া সম্পাদক ও অর্চনা বালা রায় মহিলা সম্পাদক মনোনীত হয়েছেন।

সদস্যরা হলেন- মাখন লাল বিশ্বাস, মো. মিজানুর রহমান, রাখাল চন্দ্র দাশ, আর এস এম মুফাখখারুল ইসলাম, আবু সাঈদ, মো. আলমগীর হোসেন, মো. রাশেদ আলী, জিয়াউর রহমান, মো. নাসির উদ্দীন, মো. আলামিন, মূর্তাযা আহাসান, মো. আব্দুল্লাহ আল মামুন, রমেশ চন্দ্র ঘোষ ও উত্তম কুমার পাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।