মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসমিল্লাহ আবাসিকে রোড লাইট না থাকায় বাড়ছে চুরি-ছিনতাই

রিয়াদ হোসেন:
নভেম্বর ২৭, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জিরোপয়েন্ট–পথের বাজার বাইপাস সড়কের রায়েরমহল স্লুইচগেট থেকে আকমানের মোড় সংলগ্ন বিসমিল্লাহ আবাসিক এলাকার রোড লাইটগুলো অকেজো হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বাতিগুলো নষ্ট হওয়ায় রাতের অন্ধকারে বাড়ছে চুরি-ছিনতাই। নানা অপকর্মসহ চুরি-ছিনতাইকে নির্বিঘ্ন করতে একটি সংঘবদ্ধ চক্র এমনটা করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, খুলনা সিটি কর্পোরেশন এবং ডুমুরিয়া উপজেলার মধ্যেবর্তী একটি স্থান হলো এই লাইন বিল পাবলা। যেখানে খুলনা উন্নয়ন কতৃপক্ষের সীমানা শেষ এবং ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন শুরু হয়েছে। ফলে দোটানায় পড়ে সরকারের উন্নয়ন থেকে এ অঞ্চল নানাভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. শামিমুর রহমান শামিম বলেন, গত সোমবার কয়েকজন আমার বাড়ির গ্রীল কেটে ভিতরে ঢোকে। তারপর আমার মোটরসাইকেলের ঘাড় ভাঙার শব্দে আমাদের ঘুম ভেঙে গেলে আমরা তাদেরকে তাড়া করি। তবে অন্ধকারে কাউকে চিনতে পারি নি। এসময় ওরা আমার ছেলের ছোট সাইকেল চুরি করে নিয়ে যায়।

মো. আছাদুল ইসলাম বলেন, কয়েকদিন আগে আমার একটি ভ্যান চুরি হয়ে যায়। এর আগে এই রাস্তায় ছিনতাইও হয়েছে। তালুকদার বাড়িসহ বিসমিল্লাহ আবাসিকের কয়েকটি জায়গায় চুরি-ডাকাতি হয়েছে। আমাদের এই রাস্তায় আলো না থাকায় অন্ধকারের কারনে এমন চুরি-ডাকাতি বাড়ছে। এজন্য রাস্তায় আলোর সংযোগ দেওয়া জরুরি হয়ে গেছে।

এ বিষয়ে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বলেন, ইতোমধ্যে বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।