ফ্যাসিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনার খালিশপুরে সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজে এ আয়োজন করা হয়। এসময় আন্দোলনের দুই মৃত্ত্যুঞ্জয়ী যোদ্ধা আমানউল্লাহ ও নাঈমসহ অন্যদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নিহতদের স্মরণ সভায় তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আ: ছালামের সভাপতিত্বে এসময় কলেজের অনান্য শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আমানউল্লাহ খুলনার সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী। গত ৫ আগস্ট বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে আওয়ামীলীগ নেতা জাকির চেয়ারম্যানের বাড়ির কাছাকাছি পৌছালে ঐ বাড়ির ছাদ থেকে ছোড়া গুলিতে সে মারাত্মক আহত হয়। অন্যদিকে সম্মাননা স্মারক পাওয়া একই কলেজের শিক্ষার্থী নাঈম গত ৪ আগস্ট ফ্যসিবাদ বিরোধী মিছিলে অংশ নিয়ে বুকে, পিঠে ও পেটে গুলিবদ্ধ হয়। পরবর্তীতে দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল , নৌ-বাহনী হাসপাতাল, যশোর সিএমএইচ চিকিৎসা শেষে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আ: ছালাম বলেন, ফ্যসিবাদ বিরোধী আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণ সভায় সম্মাণনা দেয়া হয়েছে। সভায় আহতরা যখন আন্দোলনে তাদের আহত হওয়ার ঘটনা বর্ণনা করছিলেন; তখন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা আগস্ট বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য আহত শিক্ষার্থীদের বাবা মাদেরকেও সভায় সম্মানিত করা হয়।