সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি মুহসিন কলেজে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফ্যাসিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনার খালিশপুরে সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজে এ আয়োজন করা হয়। এসময় আন্দোলনের দুই মৃত্ত্যুঞ্জয়ী যোদ্ধা আমানউল্লাহ ও নাঈমসহ অন্যদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নিহতদের স্মরণ সভায় তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আ: ছালামের সভাপতিত্বে এসময় কলেজের অনান্য শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. আমানউল্লাহ খুলনার সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী। গত ৫ আগস্ট বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে আওয়ামীলীগ নেতা জাকির চেয়ারম্যানের বাড়ির কাছাকাছি পৌছালে ঐ বাড়ির ছাদ থেকে ছোড়া গুলিতে সে মারাত্মক আহত হয়। অন্যদিকে সম্মাননা স্মারক পাওয়া একই কলেজের শিক্ষার্থী নাঈম গত ৪ আগস্ট ফ্যসিবাদ বিরোধী মিছিলে অংশ নিয়ে বুকে, পিঠে ও পেটে গুলিবদ্ধ হয়। পরবর্তীতে দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল , নৌ-বাহনী হাসপাতাল, যশোর সিএমএইচ চিকিৎসা শেষে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আ: ছালাম বলেন, ফ্যসিবাদ বিরোধী আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণ সভায় সম্মাণনা দেয়া হয়েছে। সভায় আহতরা যখন আন্দোলনে তাদের আহত হওয়ার ঘটনা বর্ণনা করছিলেন; তখন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা আগস্ট বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য আহত শিক্ষার্থীদের বাবা মাদেরকেও সভায় সম্মানিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।