সাতক্ষীরায় তালায় সোমবার বিকালে আমন মৌসুমের ধান চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলার পাটকেলঘাটাস্থ খাদ্য গোডাইনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল।
তালা খাদ্যগুদাম কর্মকর্তা মাসুদুর রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুজ্জামান, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক প্রণয় পাল, মিল মালিক সমিতির সদস্য ইবাদুল ইসলাম সহ কৃষকবৃন্দ।
তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুজ্জামান বলেন, এবছর তালা উপজেলায় ৬৩৪ মে:ট: ধান, ২৬২৩ মে:টন সিদ্ধ চাউল ও ৫৮৯মে:টন আতপ চাউল সংগ্রহ করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা সরাসরি গোডাউনে এসে ৩৩টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাউল ও ৪৬ টাকা কেজি দরে বিক্রয় করতে পারবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।