সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় অনলাইন জুয়া খেলার অপরাধে চারজনকে ১৫ দিনের কারাদন্ড

কামাল হোসেন।
ডিসেম্বর ১৩, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালায় অনলাইন জুয়া খেলার অপরাধে চারজন কে ১৫ দিনের কারাদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার  (১২ ডিসেম্বর)  রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মোঃ রাসেল এ আদেশ প্রদান করেন।
আসামীরা হলেন জালালপুর গ্রামের আলী মোড়লের ছেলে জুয়েল মোড়ল (২৭), জেঠুয়া গ্রামের আকছেদ শেখের ছেলে শহীদ শেখ (২১), জালালপুর গ্রামের মহাম্মাদ আলী মোড়লের ছেলে বাদশা মোড়ল (১৯) ও জেঠুয়া মহাতাব উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৩৩)। তালা থানার পুলিশ জানান, জেঠুয়া বাজারে অনলাইন জুয়া খেলার সময় রাত ৮টার দিকে চারজন কে আটক করা হয়।
আটকের পর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মোঃ রাসেল কাছে হাজির করা হলে প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন,তিনি বলেন, সম্প্রতি তালা উপজেলায় অনলাইন জুয়া খেলে যুব সমাজ ধংস হচ্ছে। যারা অনলাইন জুয়া খেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।