সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় আট দলীয় ফুটবল টুর্ণামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত

কামাল হোসেন :
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের উদ্দ্যোগে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় মনিরামপুর উপজেলার দেবু সরকার ফুটবল একাডেমি ও ডুমুরিয়া ডায়গনষ্টিক এ্যান্ড কনসাল্টেশণ সেন্টার একাদশ অংশগ্রহন করেন।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। ডুমুরিয়া ডায়গনষ্টিক এ্যান্ড কনসাল্টেশণ সেন্টার একাদশ ৪-৩ গোলে দেবু সরকার ফুটবল একাডেমিকে পরাজিত করে।
খেলা উদ্বোধন করেন, তালা আনিষা ক্লিনিকের সত্তাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু ও খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন।
তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, তালা প্রেসক্লাবের সদস্য সচিব সেলিম হায়দার, যুগ্ম আহবায়ক এম এম ফয়সাল, সদস্য কে এম শাহীনুর রহমান, তাল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, তালা যুবনেতা মোঃ কামাল হোসেন, মোঃ খায়রুল আলম, আসাদুজ্জামান রাজু প্রমুখ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন, তালা প্রেসক্লাবের আহবায়ক ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক এম এ হাকিম।
খেলা পরিচালনা করেন, শেখ ইকবাল হোসেন বাবলু। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোস্তফা হোসেন সোহাগ ও জাহাঙ্গীর আলম।
##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।