সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
ডিসেম্বর ১৮, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ১২৬ নং পূর্ব কাশিমাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে  উত্তরণের আয়োজনে দাতা সংস্থা এডুকোর আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শিশুশ্রম নিরসন বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উত্তরণের সহকারী সমন্বয়কারী সাধনা রানী গুহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তােরর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়েনর  ৭নং ওয়ার্ড মেম্বর মোঃ শাহাবুদ্দিন সানা এবং ৭,৮,৯ নং ওয়ার্ড মেম্বর হোসনেয়ারা পারভীন রেনু।  এ সময় উত্তরণ কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান, অলোক কুমার পাল, মোঃ আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ব্রীজ স্কুলের শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও কর্মমালিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত মুক্ত আলোচনায় উপস্থিত সকল অংশগ্রহণকারী উত্তরণ ও এডুকো বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন। অংশগ্রহণকারীরা বলেন যে, এই শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শ্রমজীবি শিশুদের শিক্ষা গ্রহণ ও কারিগরি প্রশিক্ষণ এর সুযোগ করে দেওয়ায় এই এলাকার অনেক হতদরিদ্র পরিবারের অনেক উপকার হয়েছে। কারিগরি প্রশিক্ষণ পেয়ে ঐ সকল শিশুরা কিছু আয় করে পরিবারকে সহায়তা করতে পারছে। এর পাশাপাশি আরও বলেন এই ৪ টি বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার,স্কুল ড্রেস ও উপবৃত্তির ব্যবস্থা করলে ভালো হত। যে সকল শিশুরা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের প্রশিক্ষণ শেষে কাজ করার জন্য কিছু উপকরণ প্রদান করা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।