সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনবানী ও দক্ষিন অঞ্চল প্রতিদিন পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি অর্জুন বিশ^াসের পিতা হাজুপদ বিশ^াস (১১০) বার্ধক্য জনিত কারণে মারা গেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। বিকালে তালার মাঝিয়াড়া মহাশ্মশানে তার শেষকৃত্ত সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, সদস্য সচিব ও আজকের পত্রিকা তালা প্রতিনিধি সেলিম হায়দার, যুগ্ম আহবায়ক এম এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান, গাজী সুলতান আহম্মেদ, শফিকুল ইসলাম, কে এম শাহীনুর রহমান, সেকেন্দার আবু জাফর বাবু, রোকোনুজ্জামান টিপু, এস এম লিয়াকত হোসেন, জাহাঙ্গীর হোসেন, খলিলুর রহমান, এস কে রায়হান, কাজী আরিফুল হক ভুলু, এস এম নাহিদ হাসান, তাপস সরকার, তাজমুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, খলিলুর রহমান লিথু, সুমন রায় গনেষ, আব্দুল কুদ্দুস পাড় প্রমুখ।
##