বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সাবেক এমপি হাবিবের কারামুক্তিতে আনন্দ মিছিল ও পথসভা

Salim Hayder
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় উপজেলা যুবদলের উদ্দ্যোগে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ৪ বছর পর ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে।

সোমবার (৩ সেপ্টম্বর) বিকালে উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তালা জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সাবেক এমপি হাবিবের মুক্তিতে উপজেলা নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও উৎফুল্ল লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় তাকে আটক করা হয়েছিল। এই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সোমবার বিকালে ঢাকা কেন্দ্রয়ি গারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।