রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বাল্যবিবাহের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক।।
জানুয়ারি ২৩, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলার পল্লীতে ১৬ বছরের কিশোরের সাথে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এর আগে সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে উক্ত কিশোর-কিশোরীর বাল্যবিবাহ দেয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নামজুন নাহার বলেন, বৃহস্পতিবার সকালে খলিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রর সাথে য়ে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের খবর পান তারা। এ সময় ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এক পর্যায়ে বাল্যবিবাহের সহযোগিতার দায়ে তাদের অভিভাবকদের ষাট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাল্যবিবাহে নিষেধাজ্ঞা, জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেকে পনের দিনের জেল এবং অভিভাবকদের মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় নগদ ৬০ হাজার টাকা পরেশোধ করেন তারা।
এ সময় তিনি আরও জানান, খলিষখালী ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ডিডিএলজি এবং জেলা রেজিস্ট্রারকে পত্র দেয়া হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।