বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিএল কলেজ শাখার উদ্যোগে মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) কলেজ শাখার আহ্বায়ক ইয়াছিন গাজীর নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়। পরবর্তীতে তারা অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবী জানান। এছাড়া জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করারও দাবী জানানো হয় স্মারকলিপিতে।
বক্তব্যে বি.এল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন গাজী বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানেনসবার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি, মিছিল-মিটিং থেকে বঞ্চিত হয়েছি। আমি নিজেই আজ দেড় যুগ ধরে ভোটের অধিকার হারিয়েছি। আমাদের বি.এল কলেজসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ যে অপকর্ম করেছে আমর তার সুষ্ঠু বিচার চাই৷ যারা তাদেরকে আশ্রয় দিতো; তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এজন্য আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছি।