বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবির সাতক্ষীরায় এ ধরনের বর্ণাঢ্য কর্মসূচির পালন করলো।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল, খোরশেদ আলম, অ্যাডভোকেট আবু তালেব, মো. আনিসুর রহমান, সাবেক জেলা সভাপতি আব্দুল গফুর সহ শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
সংগঠনের শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি শিক্ষার্থী ও যুবকদের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।