সাতক্ষীরার তালায় মাদকাসক্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম হাফিজুর রহমান (৫২)। সে কুষ্টিয়া সদর উপজেলার জগিয়া গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে।
জানাগেছে, হাফিজুর রহমান দীর্ঘদিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তালা অফিসে অফিস সহায়ক পদে চাকুরী করতেন। প্রায় ৩/৪ বছর আগে সে চাকুরী হতে অব্যহতি নিয়েছেন। চাকুরী সুবাদে তালায় থাকার কারনে উপজেলা খলিলনগর ইউনিয়নের ফরিদা বেগম সাথে দ্বিতীয় বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানেই থাকতেন তিন।
এব্যাপরে নিহতের ২য় স্ত্রী ফরিদা বেগম দাবি করেন। আমার স্বামী তালা বাজারের ৩ জন মাছ ব্যবসায়ির সথে মেলামেশা করতো। তারা গত বৃহস্পতিবার দিনগত রাতে আমার স্বামীকে এলকো সেবন করিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। শুক্রবার সকালে আমার স্বামীর গায়ে জ্বালা শুরু হলে আমি তাকে তালা হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ প্রজ্ঞা লাবনী দাশ (তুলি) জানান, রোগীর অস্বাভাবিক আচরণ ও স্ত্রীর ভাষ্য আনুযায়ী আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি মৃত্যু
হাফিজুর রহমান মাদকাসক্ত ছিলো। আমাদের এখানে ভর্তির পর আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।