রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাঠ দিবস অনুষ্ঠিত

কামাল হোসেন।
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তালা উপজেলার সেনেরগাতি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত উন্নত ও লাভজনক ফসল ধারা বিষয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব তালা উপজেলা কৃষি অফিসার করেন হাজিরা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ গাউসুল আজম, সফল চাষী মোঃ আহাদ আলীসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শাখা ব্যবস্থাপক।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৬০ জন কৃষক ও কৃষাণিকে উন্নত ও লাভজনক ফসল ধারা অর্থাৎ শস্য বিন্যাস পদ্ধতি (আমন-সরিষা-বোরো-লালশাক), প্রত্যেকটি ফসলের জীবনকাল, কোন জাতের ফসলের পর কোন জাত চাষ করতে হবে, বীজ প্রাপ্তি, রোপণ, আন্তঃপরিচর্যা, রোগ পোকা দমন বিষয়ে হাতে কলমে বিশদভাবে বোঝানো ও শস্য বিন্যাস হিসাবে সরিষার ক্ষেত ঘুরিয়ে দেখানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।